ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

পরীক্ষায় সময় কমানোর প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
পরীক্ষায় সময় কমানোর প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষায় সময় কমানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন দেশের অন্যতম বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা।

একই সঙ্গে পরীক্ষার ব্যাপ্তিতে আগের চার ঘণ্টা বহাল রাখার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (০৯ আগস্ট) বেলা ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে কলেজের শিক্ষার্থী সাজিদুল ইসলাম, নুসরাত জাহান, উবায়দুল হক, সৈয়দ মোস্তাফিজুর রহমান, আশিক মাহমুদ রানা, ইসতিয়াক আহমেদ, আফসানা তানজিন, লায়লা ফারজানা তন্বি, মাজহার রক্সি, মেহেরাজ অভি প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় কমানোর এই অযৌক্তিক সিদ্ধান্ত আমরা মানি না। যেখানে চার ঘণ্টায় পরীক্ষা সম্পন্ন করতেই আমাদের হিমশিম খেতে হয়, সেখানে সাড়ে তিন ঘণ্টায় সম্পন্ন করা কোনো ভাবেই সম্ভব নয়।

অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষার্থীরা।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৩তম একাডেমিক কাউন্সিলে চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।