ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি ছাত্রকে মারধরের অভিযোগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
জাবি ছাত্রকে মারধরের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে একই বিভাগের এক কর্মচারীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে জাবির মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মো. রাজিবুল হক এ অভিযোগ করেন।

তিনি বলেন, নিজ বিভাগের সামনে পানি পান শেষে একটি প্লাস্টিকের বোতল অফিসকক্ষের পাশে ফাঁকা জায়গায় রাখেন। বোতল রেখে চলে যাওয়ার সময় বিভাগের সিনিয়র স্টাফ মাজেদুল তাকে ‘তুই’ সম্বোধন করে দাঁড়াতে বলেন। এ নিয়ে মাজেদুল ও তার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাজেদুল তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

মার্কেটিং বিভাগের সভাপতি ফারহানা সেহ্রীনকে এ বিষয়ে জানতে চাইলে বাংলানিউজকে এখনও কিছু শোনেননি বলে জানান।

বিষয়টি মাজেদুল ইসলামের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন, ওই শিক্ষার্থী (রাজিবুল) একটি খালি বোতল আমার হাতে দেয়। এতে আমি ক্ষুব্ধ হয়ে তাকে ধমক দেই। কিন্তু মারধর করিনি।

এ ঘটনার বিচার চেয়ে বিভাগে লিখিত অভিযোগ দেবেন বলে জানান রাজিবুল হক।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।