ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
রাবিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাবি (রাজশাহী): মুক্তিযুদ্ধের স্মৃতিরক্ষা এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  

বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের উত্তর-পশ্চিম পাশে এ স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

প্রায় ৬১ লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিফলক নির্মাণ কাজ আগামী শহীদ বুদ্ধিজীবী দিবসের (১৪ ডিসেম্বর) আগেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।  

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় অনেকের মধ্যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক নির্মাণ কমিটির সদস্যরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান, কলেজ পরিদর্শক অধ্যাপক বিধান চন্দ্র দাস, প্রধান প্রকৌশলী সিরাজুম মুনির, প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ, হিসাব পরিচালক আশরাফ-উল-হুদা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।