ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
জাবিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্যোগে ‘প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বিভাগীয় সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সমন্বয়ক অধ্যাপক আব্দুল মান্নান বলেন, বর্তমান বিশ্বে শিক্ষিত মানুষের অভাব নেই, অভাব দক্ষতা ও কাজের সমন্বয় সাধনের।   তিনি আশা প্রকাশ করেন, যদি শিক্ষিত জনশক্তি কারিগরি দক্ষতা ও কাজের সমস্যা ও সমাধানের সমন্বয় সাধনের জ্ঞান অর্জন করতে সক্ষম হয় তবে শিক্ষিত বেকার মানুষের সংখ্যা কমে যাবে।

কর্মশালায় সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, সরকার ও রাজনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নিহার রঞ্জন সান্যালসহ স্নাতকোত্তর পর্যায়ের প্রায় ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।