ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে উপাচার্য, উপ-উপাচার্য নিয়োগ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
শেকৃবিতে উপাচার্য, উপ-উপাচার্য নিয়োগ 

ঢাকা: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কোষাধ্যক্ষ পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

 

উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।  

আর অধ্যাপক ড. সেকেন্দার আলীকে উপ-উপাচার্য এবং অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।  

রোববার (১৪ আগস্ট) বিকেলে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।  

সাবেক উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার ১৩ কার্য দিবসের মাথায় নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো। গত ২৫ জুলাই সাবেক উপাচার্য অধ্যাপক শাদাত উল্লার মেয়াদ শেষ হয়।  

আগামী চার বছরের জন্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।