ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

পরীক্ষা সাড়ে তিন ঘণ্টা করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
পরীক্ষা সাড়ে তিন ঘণ্টা করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

বগুড়া: প্রশ্ন কাঠামো পরিবর্তন না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সাড়ে তিন ঘণ্টা করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বগুড়ায় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
 
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।


 
কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রফ্রন্টের সভাপতি কিবরিয়া হোসেন, আজিজুল হক কলেজ শাখার সভাপতি রাধা রানী বর্মন, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, শিক্ষার্থী আতিকুল ইসলাম, লিখন, জনি, মাসুম প্রমুখ।

বক্তারা বলেন, আগে প্রশ্ন কাঠামো পরিবর্তন করতে হবে। তারপর পরীক্ষার সময় নির্ধারণ করতে হবে। এর আগ পর্যন্ত আগের সময় অনুযায়ী অর্থাৎ চার ঘণ্টা করে পরীক্ষা নেওয়ার পদ্ধতি বহাল রাখতে হবে।

আর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠাৎ নেওয়া এমন সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বক্তারা।
 
বাংলাদেম সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।