ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস

কুমিল্লা: কুমিল্লা বোর্ডে এবারের (২০১৬ সাল) এইচএসসি ও তার সমমানের পরীক্ষায় শতভাগ পাস করেছে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান।

২০১৫ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬টি।

এছাড়া ২০১৪ সালে ছিল ৮টি, ২০১৩ সালে ৭টি এবং ২০১২ সালে ৬টি।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

এবার এ বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৭৬০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৮ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ছেলের সংখ্যা ৫৩ হাজার ১২১ জন ও মেয়ের সংখ্যা ৫৫ হাজার ২৫২ জন।   মোট পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৯ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৩৩ হাজার ৯৯৬ জন ছেলে ও ৩৫ হাজার ৮৯৯ জন মেয়ে।

এ বছর পাসের হার ৬৪.৪৯ শতাংশ। এক্ষেত্রে মেয়েরা কিছুটা এগিয়ে রয়েছে। এ বোর্ডে ছেলেদের পাসের হার ৬৪.০০ এবং মেয়েদের পাসের হার ৬৪.৯৭। গতবছর পাসের হার ছিল ৫৯.৮০ শতাংশ। তবে মেয়েদের পাসের হার বেশি হলেও জিপিএ ৫ এর ক্ষেত্রে ছেলেরা এগিয়ে।

এবার এ বোর্ডে ৯৬৮ জন ছেলে ও ৯৪৪ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে। গত বছর এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছিল ১ হাজার ৪৫২ জন।

এ বোর্ডে জিপিএ ৫ অর্জনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৫০৮ জন, বাণিজ্য বিভাগে ২৯৮ জন এবং মানবিক বিভাগে ১০৬ জন।

বিজ্ঞান বিভাগে ৮০৫ জন ছেলে ৭০৩ জন মেয়ে, বাণিজ্য বিভাগে ১৩৭ জন ছেলে ও ১৬১ জন মেয়ে এবং মানবিক বিভাগে ২৬ জন ছেলে ও ৮০ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।