ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে উচ্চ মাধ্যমিকে পাসের হার ৬৮.৫৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
সিলেট বোর্ডে উচ্চ মাধ্যমিকে পাসের হার ৬৮.৫৯

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৮.৫৯ শতাংশ।   যা গত বছরের চেয়ে কম।

সিলেট শিক্ষাবোর্ডে গতবছর পাসের হার ছিলো ৭৯.৩৮। এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৩৩০।

পাসের হারের দিকে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ছেলেদের পাসের হার ৭০.৩১ ও মেয়েদের পাশের হার ৬৭.১১।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন- শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার।
বোর্ডের ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৪ হাজার ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩ হাজার ৮৭০জন।

সিলেট শিক্ষাবোর্ডে এবার শতভাগ ফলাফল অর্জন করেছে ৫টি কলেজ।   এগুলো হলো সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভাতরাই স্কুল অ্যান্ড কলেজ ও খাজাঞ্জিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, আগষ্ট ১৮, ২০১৬
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।