ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

পাঁচ বছরে কোন বোর্ডে কতোজন শিক্ষার্থী বহিষ্কৃত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
পাঁচ বছরে কোন বোর্ডে কতোজন শিক্ষার্থী বহিষ্কৃত

ঢাকা: পরীক্ষা কেন্দ্রে অসাধুপায় অবলম্বন ও নকল করার দায়ে গত পাঁচ বছরে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। কোনো বছর কমছে তো অন্য বছর বেড়েছে।


 
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ২০১৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বহিষ্কৃত ছাত্র-ছাত্রীর পরিসংখ্যান তুলে ধরা হয়।
 
শিক্ষা মন্ত্রণালয়ের ওই পরিসংখ্যান যাচাই করে দেখা যায়, ঢাকা বোর্ডে ২০১২ সালে ১২৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই অপরাধে ২০১৩ সালে ১৩৯ জন, ২০১৪ সালে ৮৯ জন, ২০১৫ সালে ৬৫ জন এবং ২০১৬ সালে ১২৭ জনকে বহিষ্কার করা হয়।
 
একইভাবে রাজশাহী বোর্ডে ২০১২ সালে ৩৫ জনকে বহিষ্কার করা হয়। এরপর ২০১৩ সালে ৩৯ জন, ২০১৪ সালে ২১ জন, ২০১৫ সালে ১৬ জন এবং ২০১৬ সালে ২১ জনকে বহিষ্কার করা হয়।
 
কুমিল্লা বোর্ডে ২০১২ সালে ৫০ জন শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে অসাধুপায় অবলম্বন এবং নকল করার অপরাধে বহিষ্কার করা হয়। একই বোর্ডে ২০১৩ সালে ৯৬ জন, ২০১৪ সালে ৯০ জন, ২০১৫ সালে ৯১ জন এবং ২০১৬ সালে ৭৫ জনকে বহিষ্কার করা হয়েছে।
 
যশোর বোর্ডে ২০১২ সালে ৭৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এরপর ২০১৩ সালে ৬৬ জন, ২০১৪ সালে ১০৮ জন, ২০১৫ সালে ১২৯ জন এবং ২০১৬ সালে ৮১ জনকে বহিষ্কার করা হয়।

চট্টগ্রাম বোর্ডে ২০১২ সালে বহিষ্কৃত শিক্ষার্থী ছিল ৬৬ জন। এছাড়া ২০১৩ সালে ৭২ জন, ২০১৪ সালে ৪৪ জন, ২০১৫ সালে ৪১ জন এবং ২০১৬ সালে ৪৮ জনকে বহিষ্কার করা হয়।
 
বরিশাল বোর্ডে ২০১২ সালে বহিষ্কৃত শিক্ষার্থী ছিল ৫৭ জন। এর পরের বছর একই বোর্ডে বহিষ্কার করা হয় ৮৭ জনকে। এরপর ২০১৪ সালে ৮৬ জন, ২০১৫ সালে ২৬ জন এবং ২০১৬ সালে ৩২ জনকে বহিষ্কার করা হয়।
 
সিলেট বোর্ডে ২০১২ সালে ২৯ জনকে বহিষ্কার করা হয়েছিল। এ বোর্ডে ২০১৩ সালে ২৪ জন, ২০১৪ সালে ৪৩ জন, ২০১৫ সালে ১৪ জন এবং ২০১৬ সালেও ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
 
দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০১২ সালে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭ জন, ২০১৩ সালে ৪৭ জন, ২০১৪ সালে ৪৪ জন, ২০১৫ সালে ৪২ জন এবং ২০১৬ সালে ২৪ জন।
 
পরিসংখ্যানে দেখা যায়, ২০১২ সালে ৮ বোর্ডে মোট বহিষ্কৃত শিক্ষার্থী ছিল ৪৯১ জন, ২০১৩ সালে এসে দাঁড়ায় ৫৭০ জনে। এরপর ২০১৪ সালে কমে ৫২৫ জন, ২০১৫ সালে ৪২৪ জন এবং ২০১৬ সালে ৪২২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
 
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২০১২ সালে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৫৫ জন, ২০১৩ সালে ছিল ৮৮ জন, ২০১৪ সালে ৮৯ জন, ২০১৫ সালে ১৬৮ জন এবং ২০১৬ সালে ১৫৮ জনকে বহিষ্কার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।