ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ক্যাডেট কলেজে জিপিএ-৫’র হার ৯৬.৫০ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
ক্যাডেট কলেজে জিপিএ-৫’র হার ৯৬.৫০ শতাংশ

ঢাকা: দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে ৯৬.৫০ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এসব কলেজের মোট ৬০১ জন শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে কৃতকার্য শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ থেকে এ তথ্য জানানো হয়।

পরিচালনা পরিষদের অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুটেন্ট জেনারেল লে. কর্নেল মোহাম্মদ মনোয়ার মাহবুব জানান, সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত দেশের মোট ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৮০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

তিনি জানান, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এবার ৪৯ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৫২ জনের সবাই, মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৫২ জনের সবাই, সিলেট ক্যাডেট কলেজ থেকে ৪৯ জনের সবাই, বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫৪ জনের সবাই, পাবনা ক্যাডেট কলেজের ৫০ জনের সবাই, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫৩ জনের সবাই ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৩৯ জনের সব পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছেন।

এছাড়া রাজশাহী ক্যাডেট কলেজের ৫২ পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন, রংপুর ক্যাডেট কলেজের ৪৭ জনের মধ্যে ৪৬ জন, কুমিল্লা ক্যাডেট কলেজের ৫০ জনের মধ্যে ৩৮ জন ও ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।