ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাহবা পেলো যশোর বোর্ড, ভালো ফলের দুই কারণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
বাহবা পেলো যশোর বোর্ড, ভালো ফলের দুই কারণ

ঢাকা: চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে যশোর শিক্ষা বোর্ড। ২০১৫ সালে এ বোর্ডের ফল ছিলো সবার নিচে।

এবার ভালো ফল অর্জন করায় প্রশংসিত হয়েছে বোর্ডটি।
 
গত বছর ৪৬ দশমিক ৪৫ শতাংশ হলেও ৮৩ দশমিক ৪২ শতাংশ পাসের হার নিয়ে এবার যশোর শিক্ষা বোর্ড চমক দেখিয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ।
 
সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তরের পর দুপুরে সচিবালয়ে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

যশোর বোর্ডের ফলাফল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যশোর বোর্ডকে চাপ দেওয়ার কারণেই এবার ভালো ফল হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ বলেন, গত বছর দু’একটি বিষয়ে খারাপ ফলের কারণে সার্বিক ফলাফল খারাপ হয়। গত বছরের এমন ৩৫ হাজার শিক্ষার্থী এবার শুধু এক বিষয়ে পরীক্ষায় অংশ নেন। এতে পাসের হারে ইতিবাচক পরিবর্তন এসেছে।
 
‘পাশাপাশি গতবারের ফলাফলের পর শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ভালো ফলের তাগাদা দেওয়া হয়েছে। এতে ভালো ফল হয়েছে। ফলে উত্তরপত্র মূল্যায়নে কোনো প্রভাব পড়েনি। ’
 
দেশ সেরা হওয়ায় কোনো বাহাবা পাননি বলে সংবাদ সম্মেলনে কিছুটা ক্ষোভ প্রকাশ করেন যশোর বোর্ড চেয়ারম্যান। এসময় করতালি দিয়ে উপস্থিত সবাই চেয়ারম্যানকে বাহবা দেন। গত বছর ইংরেজি ও গণিতে খারাপ ফল করেছিল যশোর বোর্ড।
 
পরে শিক্ষামন্ত্রী বলেন, ভালো ফল করার জন্য আপনাকে ধন্যবাদ।
 
এক লাখ ৩০ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৮ হাজার ৯২৯ জন। এর মধ্যে চার হাজার ৫৮৬ জন জিপিএ-৫ অর্জন করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।