বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এইচ এস সি পরীক্ষায় পাসের হারে এগিয়ে পিরোজপুর জেলা।
বোর্ডের আওতাধীন ৬ জেলার মধ্যে সবার শীর্ষে থাকা এ জেলার পাসের হাড় ৭৫.১৩।
দ্বিতীয় স্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৭৫.০৮। এ জেলায় মোট ৮ হাজার ১৪১ জন পরীক্ষার্থী মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৯৯৩ জন। এর মধ্যে ৩ হাজার ৬৪৪ জন ছেলে ও ২ হাজার ৩৫৭ জন মেয়ে। মোট পাস করেছেন ৬ হাজার ১ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন।
তৃতীয় স্থানে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৭৩.১৩। এ জেলায় মোট ১১ হাজার ৫২৬ পরীক্ষার্থী মধ্যে পরীক্ষায় অংশ নেন ১১ হাজার ৩২৭ জন। যার মধ্যে ৪ হাজার ৩৬০ জন ছেলে ও ৩ হাজার ৯২৩ জন মেয়ে। মোট পাস করেছেন ৮ হাজার ২৮৩ জন। মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন।
চতুর্থ স্থানে থাকা বরিশাল জেলার পাসের হার ৭০.৭০। এ জেলায় মোট ২২ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী মধ্যে পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ১৬৮ জন। যার মধ্যে ৭ হাজার ৭৭১ জন ছেলে ও ৭ হাজার ৯০২ জন মেয়ে। মোট পাস করেছেন ১৫ হাজার ৬৭৩ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৪৬৮ জন।
পঞ্চম স্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৬৫.০১। এ জেলায় মোট ৫ হাজার ১৭২ জন পরীক্ষার্থী মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৬১ জন। যার মধ্যে ১ হাজার ৪৬৭ জন ছেলে ও ১হাজার ৮২৩ জন মেয়ে। মোট পাস করেছেন ৩ হাজার ২৯০ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।
ষষ্ঠ স্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৫৪.৩৯। এ জেলায় মোট ৬ হাজার ৬৪৯ জন পরীক্ষার্থী মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৫১৪ জন। এর মধ্যে ১ হাজার ৭৭৪ জন ছেলে ও ১ হাজার ৭৬৯ জন মেয়ে। মোট পাস করেছেন ৩ হাজার ৫৪৩ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন।
তবে, জিপিএ- ৫ এ এগিয়ে রয়েছে বরিশাল জেলা। এ জেলা সর্বোচ্চ ৪৬৮ টি জিপিএ- ৫ পেয়েছে।
অপরদিকে, মানবিক বিভাগে এ বছর সবচাইতে বেশি ৩১ হাজার ৩৩৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরপর ব্যবসায় শিক্ষায় ২০ হাজার ৭৬৩ এবং বিজ্ঞান বিভাগে ৯ হাজার ৪৪২ জন পরীক্ষায় অংশ নেন।
এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৭ হাজার ৭৪১ জন পাস করে গড় পাসের হারে এগিয়ে রয়েছে। এ বিভাগে পাসের হার ৮১.৯৮। অপরদিকে, ব্যবসায় শিক্ষায় ১৬ হাজার ২৫ জন পাস করে গড় পাসের হার ৭৭.১৮ এবং মানবিকে ১৯ হাজার ৩৯১ জন পাস করে গড় পাশের হার ৬১.৮৯।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
পিসি