ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর ও রাজশাহী বোর্ডে বেশি শূন্য পাস প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
দিনাজপুর ও রাজশাহী বোর্ডে বেশি শূন্য পাস প্রতিষ্ঠান

ঢাকা: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। এর মধ্যে সাধারণ শিক্ষাবোর্ডের রাজশাহী ও দিনাজপুর বোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি।

গত বছরের তুলনায় শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি কমেছে। গত বছর ৩৫ প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

এবার মোট ৮ হাজার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডে ২০টি শূন্য পাস প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রাজশাহী ও দিনাজপুর বোর্ডে ৮টি করে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেগুলোর কেউ পাস করেনি। এছাড়াও ঢাকা বোর্ডে ৩টি, যশোর বোর্ডে একটি এবং  কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বোর্ডে কোনো শূন্য পাস পাস প্রতিষ্ঠান নেই।

মাদ্রাসা বোর্ডের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

আর কারিগরি বোর্ড ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের অধীনে কোনো শূন্য পাস প্রতিষ্ঠান নেই।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।