ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে উপস্থিতিতে মেয়েরা, পাসের হারে এগিয়ে ছেলেরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
সিলেট বোর্ডে উপস্থিতিতে মেয়েরা, পাসের হারে এগিয়ে ছেলেরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবার ২৪৬টি কলেজ উচ্চ মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের অংশগ্রহণ ছিল বেশি।

তবে পরীক্ষায় উপস্থিতিতে মেয়েরা এগিয়ে থাকলেও পাসের হারে এগিয়ে ছেলেরা। বিজ্ঞান, মানবিক ও বাণ্যিজ্য বিভাগে পাসের হারে এগিয়ে ছেলেরা। এমনকি জিপিএ-৫ প্রাপ্তিতেও।

বোর্ডের অধীনে ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী অংশ নিলেও পাস করেছে ৪৩ হাজার ৮৭০ জন। পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৩০জন শিক্ষার্থী।  

ছেলেদের মধ্যে ২৯ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ হাজার ৫৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২০ হাজার ৭৭৯ জন।  

মেয়েদের মধ্যে ৩৪ হাজার ৪৮৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩৪ হাজার ৪০৬ জন। এর মধ্যে ২৩ হাজার ৯১ জন মেয়ে কৃতকার্য হয়। ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩১ ভাগ, আর মেয়েদের হার ৬৭ দশমিক ১১ ভাগ।

বিভাগ ভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ৮ হাজার ৫৬৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ হাজার ৪৭৪ জন। যেখানে মোট পাসের হার ৮৭ দশমিক ২৩ শতাংশ।

এ বিভাগে ৪ হাজার ৬৭৮ ছেলের মধ্যে পাস করেছে ৪ হাজার ৯৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৪৯ ভাগ। এ বিভাগে ৩ হাজার ৮৯০ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৩ হাজার ৩৮১ জন।  মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৪৯ শতাংশ।

মানবিক বিভাগে ৪৩ হাজার ২৬১ জন পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করে  ৪৩ হাজার ১৪৮ জন। এরমধ্যে কৃতকার্য হয় ২৭ হাজার ১৪ জন। যার মোট পাসের হার ৬২ দশমিক ৬১ শতাংশ।

মানবিকে ১৭ হাজার ৫৩৪ জনের মধ্যে ১১ হাজার ৫৪ জন ছেলে পাস করে। যার পাসের হার ৬৩ দশমিক ০৪ শতাংশ।  এছাড়া ২৫ হাজার ৬১৪ জন মেয়ের মধ্যে পাস করেছে ১৫ হাজার ৯৬০ জন।  মেয়েদের পাসের হার ৬২ দশমিক ৩১ শতাংশ।  
বাণিজ্য বিভাগে ১২ হাজার ২৭২ জন পরীক্ষার্থী থাকলেও অংশ নেয় ১২ হাজার ২৪৩ জন। এরমধ্যে কৃতকার্য হয় ৯ হাজার ৩৮২ জন।  পাসের হার ৭৬ দশমিক ৬৩ শতাংশ।  

মানবিকে ৭ হাজার ৩৪১ জন ছেলের মধ্যে পাস করেছে ৫ হাজার ৬৩২ জন। পাসের হার ৭৬ দশমিক ৭২ ভাগ। অন্যদিকে ৪ হাজার ৯০২ জন মেয়ের মধ্যে পাস করেছে ৩ হাজার ৭৫০ জন। এখানে পাসের হার ৭৬ দশমিক ৫০ শতাংশ।  

এরআগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল  ঘোষণা করা হয়। এ বছর সিলেট বোর্ডের অধীনে ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩ হাজার ৮৭০জন। এদের মধ্যে ছেলে ২০ হাজার ৭৭৯ ও মেয়ে শিক্ষার্থী ২৩হাজার ৯১জন। জিপিএ-৫ পেয়েছে মোট ১হাজার ৩৩০জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৭৯৪ ও মেয়ে ৫৩৬জন।

আর সিলেট শিক্ষাবোর্ডে এবার শতভাগ ফলাফল অর্জন করেছে ৫টি কলেজ। এগুলো হলো সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উইমেন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভাতরাই স্কুল অ্যান্ড কলেজ ও খাজাঞ্জিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।