ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় আইইউবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় আইইউবি

ঢাকা: দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষাঙ্গনে সুস্থ-সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

আর সেই লক্ষ্যে আইইউবি কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে শনিবার (২০ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়‍টির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষাঙ্গনে সুস্থ-সুন্দর ও নিরাপদ পরিবেশ ঠিক রাখার জন্য আইইউবি সব কার্যকর পদক্ষেপ  নিয়েছে।

প্রতিটি শিক্ষার্থীর শিক্ষাজীবন সফল করতে অভিভাবকদের সচেতনতা বাড়িয়ে আন্তরিক হওয়ারও আহ্বান জানান তিনি।

সুষ্ঠু ও কার্যকরভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো সভায় অভিভাবকদের সামনে তুলে ধরেন আইইউবি’র রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম।

সভায় পাঁচ শতাধিক অভিভাবক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তাদের সন্তানদের নিরাপদ শিক্ষাজীবন ও সুন্দর ভবিষ্যতে গঠনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, সহাকারী শিক্ষক এবং ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।