ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

আফসানা হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
আফসানা হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি ছবি: সুমন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মিরপুরের সাইক ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন।

সোমবার (২২ আগস্ট) দুপুরে পূর্বঘোষিত বিক্ষুব্ধ পদযাত্রা শেষে ওই সংগঠনের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।

পরে পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে এলে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির হয়। এতে ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতা-কর্মী আহত হন।

ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে রওয়ানা দেন। পরে সচিবালয়ের প্রবেশ মুখে সমাবেশ করে সংগঠনটি।

এসময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি লাকী আক্তার অবিলম্বে আফসানার খুনিদের গ্রেফতারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এসকে/এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।