ঢাকা: নতুন হল নির্মাণ ও নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) স্থায়ীভাবে লিজ দেওয়ার দাবিতে ঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
অনির্দিষ্টকালের ধর্মঘটের পরিবর্তে মঙ্গলবার (২৩ আগস্ট) ও বুধবার (২৪ আগস্ট) ধর্মঘট পালন করবেন তারা।
সোমবার (২২ আগস্ট) বিকেলে আন্দোলনকারীদের পক্ষে বিবৃতিদাতাদের একজন শফিকুল ইসলাম এ তথ্য জানান।
বাংলানিউজকে তিনি বলেন, ‘আজ (সোমবার) আমাদের কর্মসূচিতে লাঠিচার্জ করা হয়েছে। এতে আন্দোলনরত অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশি হামলা ও হলের দাবিতে মঙ্গল-বুধবার ক্যাম্পাসে ধর্মঘট পালিত হবে। ’
‘দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান আন্দোলনরত এই শিক্ষার্থী।
গত ২০ দিন ধরে আবাসিক সঙ্কট নিরসনের দাবিতে আন্দোলন করছে জগন্নাথের শিক্ষার্থীরা। প্রথম দিকে প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন না হলেও গত তিনদিন ধরে আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
এ আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং আওয়ামী লীগ ও বামপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের সমর্থন রয়েছে।
বাংলাদেশে সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬, আপডেট: ১৮৪৭ ঘণ্টা
এটি/এমএ