ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে চলছে শিক্ষামেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে চলছে শিক্ষামেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফল সেমিস্টার ২০১৬ এ শিক্ষা মেলা শুরু হয়েছে। বুধবার (২৪ আগস্ট) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত।

বেলা ১১টায় ফিতা কেটে শিক্ষামেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফকির আবু হোসেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও পরিচালক (অর্থ সংক্রান্ত) নাহিদ নেওয়াজী, পরিচালক (ছাত্র কল্যাণ) সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ রিপন ও পরিচালক (রেজিস্ট্রেশন) পবিত্র কুমার সরকার, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. রউফ বিশ্বাস, ইংরেজি বিভাগের প্রধান কামরুন্নাহার শিলা, আইন বিভাগের প্রধান এস এম হায়াত মাহমুদ, সহকারী রেজিস্ট্রার কাজী মোঃ আহসানউল্লাহ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাসুম শাহরিয়ার প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক বাংলানিউজকে জানান, সরকারি ছুটির দিনেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষামেলা চলবে।

বাংলাদেশ সময়:  ১৩৩৬ ঘণ্টা,  আগস্ট ২৪, ২০১৬
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।