ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, আবারও ৫ দফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, আবারও ৫ দফা

ঢাকা: রিয়াজ পারভেজকে সভাপতি ও মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানীর গেণ্ডারিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মহাসমাবেশ ও সাংগঠনিক মতবিনিময় সভায়’ এ কমিটি গঠিত হয়।


 
সমিতির মুখপাত্র এস এম ছায়িদ উল্লা বাংলানিউজকে জানান, সভায় প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান, করেস্পন্ডিং স্কেলে বেতন ফিক্সশনের নির্দেশনা, নিয়োগ বিধি, শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ আবারও ৫ দফা দাবি জানানো হয়।
 
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াছ এমপি প্রধান অতিথি ছিলেন।
 
সভায় ২০১৪ সালের ৯ মার্চ প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা প্রদান, পিএসসি’র মাধ্যমে ৩৪তম বিসিএস উত্তীর্ণ ৮৯৮ জনকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ ও প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণি পর্যন্ত উন্নীত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শিক্ষক নেতারা।
 
সংগঠনের সভাপতি রিয়াজ পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ মিনু, মহিলা কাউন্সিলর হেলেন আক্তারসহ সংগঠনের নেতারা।
 
সভায় সমিতির বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

 
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।