ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের পর্যায়ে পৌছাবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
‘দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের পর্যায়ে পৌছাবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: দেশের শিক্ষা ব্যবস্থা আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বমানের পর্যায়ে পৌছাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (২৮ আগস্ট) সকালে সিলেট সরকারি কলেজে আয়োজিত পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যা হবে বিশ্বমানের শিক্ষাব্যবস্থার সমান। আর বর্তমানে দেশ উন্নয়নের দিকে যেমন এগুচ্ছে, তেমনি এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষাব্যবস্থাও।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে শুধু জ্ঞানের আলো ছড়িয়ে দিলেই হবেনা। সেইসঙ্গে জঙ্গিবাদ বিরোধী প্রচারনাও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এজন্য সরকারের পাশাপাশি শিক্ষক, অভিবাবকসহ ও সমাজের সকল শ্রেণির মানুষকেই এগিয়ে আসতে হবে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, আওয়ামী লীগ নেতা ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আব্বাস উদ্দিন প্রমুখ।

এসময় শিক্ষামন্ত্রী কলেজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ঘোষণা দেন। অনুষ্ঠান শুরুর আগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষামন্ত্রী।  

এর আগে সকালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা মন্ত্রীকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন। সেখানে নবনির্মিত ৪র্থ তলা ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এসময় পাইলট স্কুলকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত করার দাবি জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।