ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে চালু হলো ‘ভার্চুয়াল ক্লাসরুম’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ঢাবিতে চালু হলো ‘ভার্চুয়াল ক্লাসরুম’ 

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  বিজনেস স্টাডিজ অনুষদে চালু করা হয়েছে ‘প্রফেসর ডাব্লিউ এ জ্যানকিনস্ ভার্চুয়াল ক্লাসরুম’ এবং ‘এসিআই ফিন্যান্সিয়াল ল্যাব’।

রোববার (২৮ আগস্ট) অনুষদের ড. আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, যুক্তরাষ্ট্রের বেন্টলি ইউনিভার্সিটির প্রফেসর ড. জাহাঙ্গীর সুলতান, প্রযুক্তি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ‘আমরা’র চিফ অপারেটিং অফিসার শরিফুল আলম, ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম ইকবাল হোসেন এবং এসিআই লিমিটেড এর চেয়ারম্যান মো. আনিসউদ্দৌলা।  

অনুষ্ঠান শেষে উপাচার্য অতিথিদের সঙ্গে নিয়ে ‘প্রফেসর ডাব্লিউ এ জ্যানকিনস্ ভার্চুয়াল ক্লাসরুম’ ও ‘এসিআই ফিন্যান্সিয়াল ল্যাব’ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।