ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ত্রিশালে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার গাছের চারা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
ত্রিশালে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার গাছের চারা বিতরণ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালের আর চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে তিন হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপনের উদ্যোগে ‘সবুজ ত্রিশাল’ কর্মসূচির আওতায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

স্থানীয় বড়মা কাকচর ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম সারওয়ার তপনের সভাপতিত্বে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হুদা সরকার, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন কামাল, মাদ্রাসার অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এমএএএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।