ঢাকা: রাজধানীর তিন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।
বুধবার (৩১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
ভিকারুননিসার সভাপতি হয়েছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস) নাজমুল হক খান। আইডিয়ালের সভাপতি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) মোল্লা জালাল উদ্দিনকে। ঢাকার জেলা প্রশাসককে করা হয়েছে উইলস লিটল ফ্লাওয়ারের সভাপতি।
চার সদস্য বিশিষ্ট প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা পদাধিকার বলে সদস্য সচিব থাকবেন।
শিক্ষা বোর্ডের আদেশে বলা হয়, হাইকোর্টের রায়ের আলোকে এই কলেজগুলো সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ও নিয়মিত পর্ষদ গঠনের লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদে ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমআইএইচ/আরআই