ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’ বইয়ের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’ বইয়ের মোড়ক উন্মোচন

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবিরের লেখা ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে বইটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কথা সাহিত্যিক অধ্যাপক ড. মোহিত উল আলম।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এএমএম শামসুর রহমান, সিনিয়র অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ গ্রন্থে সমসাময়িক বিষয়ের ওপর মোট ৪৭টি প্রবন্ধ স্থান পেয়েছে। বিগত এক বছরে দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর আলোকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত দেশের সরকারের জনবান্ধব বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের রাজনৈতিক বিশ্লেষণ স্থান পেয়েছে এ প্রবন্ধে।

বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী রাশেদ সুখন। অলংকরণ করেছেন নাট্যকার আল্ জাবির। এগারো ফর্মায় ১৭৬ পৃষ্ঠার এ বইটির মূল্য ২৫০ টাকা। মিডিয়া পাবলিকেশন থেকে প্রকাশক মুক্তিযোদ্ধা এসএম দিদারুল আলম বইটি প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমএএএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।