ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কওমি মাদ্রাসার সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
কওমি মাদ্রাসার সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ছবি:জি এম মুজিবুর

ঢাকা: সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছেন কওমি মাদ্রাসার শিক্ষক ও  শিক্ষার্থীরা। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড) আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আব্দুল্লাহপুর চৌরাস্তা থেকে সদরঘাট পর্যন্ত মানববন্ধনে ঢাকার সব কওমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

মানববন্ধনে অংশ নিয়ে মিরপুর-১৪ নম্বরের জামে ওলুম মাদ্রাসার প্রিন্সিপাল মো. আবুল বাশার নোমানী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখতে আমাদের দীর্ঘ এই মানববন্ধন। শান্তি প্রিয় বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬

জিএমএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।