ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মানুষ সচেতন হলে জঙ্গিবাদ কমে যাবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
মানুষ সচেতন হলে জঙ্গিবাদ কমে যাবে

নারায়ণগঞ্জ: দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই দেশে জঙ্গি হামলা চালানো হচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হলেই এ জঙ্গিবাদ প্রতিহত করা সম্ভব।

জঙ্গিরা সংখ্যায় কম, তাদের ভয় পেলে চলবে না। শিক্ষার্থীরা যখন এ বিষয়ে সোচ্চার হবো, নিজেদের আশপাশের মানুষদের সচেতন করবো তখন এমনিতেই জঙ্গিবাদ ও সন্ত্রাস কমে যাবে।

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী এক সভায় কলেজের শিক্ষার্থীরা এসব কথা বলেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) ‘সন্ত্রাস নয় শান্তি চাই, জঙ্গিমুক্ত দেশ চাই’ স্লোগানে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভার অংশ হিসেবে এ সভার আয়োজন করে।
 
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহিন সুলতানার সভাপতিত্বে সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরিন বেগম, কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওয়াজেদ কামাল, সহযোগী অধ্যাপক শবনম আক্তার, মোহাম্মদ আবুল কালাম, নুরুদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান সরকারসহ কলেজের শতাধিক শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।