ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বৃহস্পতিবার থেকে কুয়েটে ঈদের ছুটি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
বৃহস্পতিবার থেকে কুয়েটে ঈদের ছুটি শুরু

খুলনা: ঈদ-উল আজহা উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) থেকে ছুটি শুরু হচ্ছে, চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) মনোজ কুমার মজুমদার বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ছুটি শেষে (১৬ ও ১৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটিসহ) ১৮ সেপ্টেম্বর (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব দফতর, ক্লাস ও পরীক্ষাগুলো নির্ধারিত সময় অনুযায়ী শুরু হবে।

নিরাপত্তা, মেরামত ও চিকিৎসাসহ জরুরি সেবা সংশ্লিষ্ট দফতরগুলো ছুটির সময় বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এমআরএম/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।