ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কমিশনের সুপারিশের ভিত্তিতে কওমি সনদের স্বীকৃতি দিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
কমিশনের সুপারিশের ভিত্তিতে কওমি সনদের স্বীকৃতি দিতে হবে ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১২ সালে গঠিত কওমি মাদরাসা শিক্ষা কমিশনের সুপারিশের ভিত্তিতে কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি দিতে হবে এবং জাতীয় পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনা কমিটিতে কওমি আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর), বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড নেতৃবৃন্দ জরুরি সভায় উপরোক্ত মত ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ বলেন, দেশে ভয়াবহ জঙ্গিবাদের ফেতনা চলছে। তাই পাঠ্যপুস্তকে মুসলিম সংস্কৃতি, নবী-রাসূলদের জীবনী ও ইসলামের আদর্শিক বিষয়গুলো যোগ করতে হবে। শিক্ষা ব্যবস্থায় ইসলামি ও নিজস্ব সংস্কৃতি বাদ দিয়ে ভিনদেশীয় অপসংস্কৃতির বিষয়গুলো বাদ দিতে হবে। সে লক্ষে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড জাতীয় পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনা পরিষদে কওমি মাদরাসা শিক্ষায় অভিজ্ঞ আলেমদের অর্ন্তভুক্তির দাবি জানান।

চট্টগ্রাম পটিয়া মাদরাসার মহাপরিচালক ও চট্টগ্রাম কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ইত্তেহাদুল মাদারিসের মহাসচিব আল্লামা আবদুল হালিম বোখারির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন, উত্তরবঙ্গ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড তানজিমুল মাদারিস আদ দ্বীনিয়া আল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা আরশাদ রহমানী, মাওলানা আবদুল হক হক্কানি, মাওলানা মাহমুদুল আলম, সিলেট কওমি মাদরাসা শিক্ষা বোর্ড আজাদ দ্বীনি এদারায়ে তালিমের সহকারী মহাসচিব মাওলানা আবদুল বাছির, মাওলানা এনামুল হক, মাওলানা ইউসুফ খাদিমানীসহ মুফতি এনামুল হাসান, মুফতি মোহাম্মদ তাসনীম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান ইন্তেকাল করায় সর্বসম্মতিক্রমে আল্লামা আবদুল হালিম বোখারীকে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সভা শেষে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড নেতৃবৃন্দ এক বিবৃতিতে কওমি শিক্ষা সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে বলেন, সরকার গঠিত ও আলেমদের কাছে গ্রহণযোগ্য ‘কওমি মাদরাসা শিক্ষা কমিশন- ২০১২’ কওমি শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির জন্য যে সুপারিশমালা পেশ করেছিল তা মেনেই সরকারকে স্বীকৃতি দিতে হবে। এর অন্যথা আলেম সমাজ মেনে নেবে না বলে তারা সরকারকে সতর্ক করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।