ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

১০ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেবে কেরানীগঞ্জের লন্ডন স্কুল

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
১০ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেবে কেরানীগঞ্জের লন্ডন স্কুল

ঢাকা (কেরানীগঞ্জ): ঢাকার কেরানীগঞ্জের একমাত্র ইংরেজি মাধ্যম স্কুল ‘লন্ডন স্কুল অব ইংলিশ’ ২০১৭ ইং শিক্ষাবর্ষে প্রতি শ্রেণির শিক্ষার্থীদের জন্য এক লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে।

তবে এ বৃত্তির জন্য শিক্ষার্থীদের স্কুল কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নিতে হবে।

স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইয়ানুস মিয়া বাংলানিউজকে জানান, যেকোনো শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এজন্য তাদের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও জন্ম নিবন্ধন সার্টিফিকেটসহ নিবন্ধন ফরম পূরণ করতে হবে।

তিনি জানান, অনলাইনে নিবন্ধন ফরম পূরণ করা যাবে http://www.lse-bd.com ওয়েবসাইট ও [email protected] মেইলের মাধ্যমে।

ফরম পূরণের শেষ তারিখ আগামী ৫ নভেম্বর। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ০১৬৭৭৭৬৬২২২ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।