ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ, বরিশাল বোর্ডে পাস ৩০ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ, বরিশাল বোর্ডে পাস ৩০ জন

বরিশাল: ২০১৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষাবোর্ড থেকে ৩০ জন শিক্ষার্থী পাস করেছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল বোর্ড কর্তৃপক্ষ পুনঃনিরীক্ষণের এ ফল ঘোষণা করে।

ফল পুনঃনিরীক্ষণের জন্য মোট ১৯ হাজার ৬৯৯ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এদের মধ্যে ৫ হাজার ৭২৬ জনের আবেদন মঞ্জুর হয়। তাদের মধ্যে মোট ৭৮ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে অকৃতকার্য ৩০ জন পাস করেছেন ও নতুন করে দুইজন জিপিএ-৫ পেয়েছেন।

গত ১৮ আগস্ট এইচএসসির ফল ঘোষণা করা হয়। এবার বরিশাল বোর্ডে পাসের হার ৭০ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৮৭ জন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এমএস/বিএসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।