ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবি খুলবে ২৫ সেপ্টেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
কুবি খুলবে ২৫ সেপ্টেম্বর

কুবি: অনির্দিষ্টকালের বন্ধ শেষে ২৫ সেপ্টেম্বর খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৬৩ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ২৫ সেপ্টেম্বর ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম চালু হবে। ২৪ সেপ্টেম্বর (শনিবার) থেকে  আবাসিক হল খুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে সব ধরনের সভা, সমাবেশ এবং মিছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়। দীর্ঘ ৫৫ দিন বন্ধের পরে ক্যাম্পাস খোলার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

১ আগস্ট ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ নিহতের ঘটনার দিনই অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
আরএ

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।