ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবির ‘বি’ ইউনিটের পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে ৫৪ জন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
জবির ‘বি’ ইউনিটের পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে ৫৪ জন

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিট অর্থাৎ কলা অনুষদের ২০১৬-২০১৭ সেশনের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও এর বাইরের মোট ১৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ আসন বিন্যাস প্রকাশ করা হয়।   

এতে বলা হয়, এবার ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভুক্ত এবং আইইআর) ৬৭০টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২২৫ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন।

২০০০০১ থেকে ২০৮৮৭০ পর্যন্ত  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ২০৮৮৭১ থেকে ২০৯৯৭০ পর্যন্ত ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে (ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন), ২০৯৯৭১ থেকে ২১১০৭০ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (বাংলাবাজার), ২১১০৭১ থেকে ২১২২৭০ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট), ২১২২৭১ থেকে ২১৫৫৭০ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে (লক্ষ্মীবাজার), ২১৫৫৭১ থেকে ২১৭৩৭০ পর্যন্ত কে.এল.জুবিলী স্কুল অ্যান্ড কলেজে (৩৯, নর্থ ব্রুক হল রোড), ২১৭৩৭১ থেকে ২১৮১৭০ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল গালর্স হাই স্কুলে (লক্ষ্মীবাজার), ২১৮১৭১ থেকে ২১৯২২৬ পর্যন্ত এবং ২৫০০০১ থেকে ২৫০৯২৮ পর্যন্ত ঢাকা সেন্টাল উইমেন্স কলেজে (টিকাটুলী), ২৫০৯২৯ থেকে ২৫৩৫২৮ পর্যন্ত শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে (চাঁনখারপুল), ২৫৩৫২৯ থেকে ২৫৬৯২৮ পর্যন্ত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে (কাকরাইল), ২৫৬৯২৯ থেকে ২৫৮৫০২ পর্যন্ত এবং ২৮০০০১ থেকে ২৮১৮২৫ পর্যন্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে (বকশীবাজার), ২৮১৮২৬ থেকে ২৮৩৫২৫ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ২৮৩৫২৬ থেকে ২৮৫০২৫ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ফুলার রোড), ২৮৫০২৬ থেকে ২৮৬৮২৫ পর্যন্ত হোম ইকোনোমিক্স কলেজে (নীলক্ষেত) এবং ২৮৬৮২৬ থেকে ২৮৮৪৯৭ পর্যন্ত গভ. ল্যাবরেটরি হাই স্কুলে (ধানমন্ডি) রোলধারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, প্রতিবারের ন্যায় এবারো পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল) নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের হাফ হাতা জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা) ব্যবহার করে পরীক্ষা কেন্দ্রে আসার জন্য বলা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।  

পরীক্ষার হলে পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রের দুই কপি প্রিন্ট সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবেনা বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।