ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা প্রত্যাহার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রত্যাহার করেছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার (২৬ সেপ্টেম্বর) থেকে কলেজে নিয়মিত ক্লাস চলবে।

রোববার (২৫ সেপ্টেস্বর) রাত পৌনে ৯টার দিকে কলেজের অধ্যক্ষ ডা. রুহুল আমিন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, সন্ধ্যার পর কলেজ কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে এ সিন্ধান্ত নেয়।

এর আগে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার রাতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘঠনা ঘটে। এ ঘটনার  জের ধরে রোববার দুপুর থেকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

** নজরুল ইসলাম মেডিকেল কলেজ বন্ধ, হল ছাড়ার নির্দেশ

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।