ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবির ‘বি’ ও ‘ই’ ইউনিটের ফল প্রকাশ 

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
জবির ‘বি’ ও ‘ই’ ইউনিটের ফল প্রকাশ 

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-২০১৭ সেশনের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘বি’ ও ‘ই’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ‘বি’ ও ‘ই’ ইউনিটের সভাপতি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে ফল হস্তান্তর করেন।

এবার ‘বি’ ইউনিটের ৬৭০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৬,২২৫ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ৩,৬৮৩ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন।  

অপরদিকে, ‘ই’ ইউনিটের ১২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ২,০২৭ জন পরীক্ষার্থী অংশ নেন। যেখানে ৪৮০ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন। যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের পারফরমেন্স টেস্ট সংক্রান্ত কার্যক্রম পরবর্তীতে জানাবে ভর্তি কমিটি।  

প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (www.result.jnu.ac.bd)-এ পাওয়া যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
ডিআর/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।