ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

আশা বিশ্ববিদ্যালয়ে চাকরি বিষয়ক সেমিনার

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
আশা বিশ্ববিদ্যালয়ে চাকরি বিষয়ক সেমিনার

ঢাকা: আশা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ব্যাংকিং সেক্টরে চাকরি সুযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের রিটেল সেলস বিভাগের প্রধান কায়সার হামিদ।  

কায়সার হামিদ বলেন, দেশের ব্যাংকিং সেক্টরে চাকরির অনেক সুযোগ রয়েছে। প্রতিবছর এই সেক্টরে কর্মীর চাহিদাও বাড়ছে।

এরপর প্রশ্নোত্তর পর্বে আলোচকরা ব্যাংকিং সেক্টরে চাকরি বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হেলাল উজ জামান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবু দাউদ হাসান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল হোসেনসহ বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এসএনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।