ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘সি’ ইউনিট অর্থাৎ ব্যবসায় অনুষদের ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।


 শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।

চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবার ‘সি’ ইউনিটের ৫৬০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৮শ’ ২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৫০ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরে ঢাকা গভ. মুসলিম হাই স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা মহানগর মহিলা কলেজ, কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেন্ট্রাল গালর্স হাই স্কুল, সেন্টাল উইমেন্স কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ, নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং হোম ইকোনোমিক্স কলেজ কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, আগের দুই ইউনিটের পরীক্ষার মতো এ পরীক্ষাতেও কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল) নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেন্দ্রে পোশাক বা ড্রেসকোড নিয়ে বেশ কড়াকড়ি দেখা গেলেও ক্যাম্পাসের বাইরের অন্য কেন্দ্রগুলোতে এ নিয়ে তেমন কড়াভাব দেখা যায়নি।
 
এছাড়া, যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম রোধে বিপুল পুলিশ সদস্য ও ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
ডিআর/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।