ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বায়োটেকনোলজি বিষয়ক সেমিনার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
জাবিতে বায়োটেকনোলজি বিষয়ক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ও বৃটিশ কাউন্সিলের ইন্সপায়ার প্রজেক্টের সহযোগিতায় ‘বায়োটেকনোলজি ইন একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০১ অক্টোবর) বেলা ১১টায় জহির রায়হান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, বাংলাদেশে বায়োটেকনোলজির শিক্ষার্থীরা যোগ্যস্থানে কাজ ও গবেষণার সুযোগ কম পাচ্ছেন। তাদের মেধার মূল্যায়ন এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজের সুযোগ সৃষ্টি করতে হবে।

বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহেদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।