ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষাকে পুঁজি করে ব্যবসা করতে দেয়া হবে না

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
শিক্ষাকে পুঁজি করে ব্যবসা করতে দেয়া হবে না ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ‘মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষাকে পুঁজি করে কাউকে ব্যবসার সুযোগ দেওয়া হবে না।

শিক্ষার মান ধরে রাখতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। ’

রোববার (০২ অক্টোবর) দুপুরে আশুলিয়ার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

মন্ত্রী বলেন, অনেকের সহজ কর্মসংস্থান ও ব্যবসার টাগের্ট এখন বেসরকারি স্কুল। তবে মানসম্মত শিক্ষার পরিবেশ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষকদের পাঠদানের বিষয়ে নানা পরামর্শ দেন।

স্কুল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ার্স, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।