ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

উচ্চ শিক্ষাস্তরে গুণগত মান নিশ্চিত করার আহ্বান 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
উচ্চ শিক্ষাস্তরে গুণগত মান নিশ্চিত করার আহ্বান 

ঢাকা: দেশে উচ্চশিক্ষার ব্যাপক সম্প্রসারণের মধ্যে উচ্চ শিক্ষাস্তরে গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।  
 
রোববার (০২ অক্টোবর) ইউজিসি অডিটরিয়ামে এক অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান এ আহ্বান জানান।

 
 
বিশ^বিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে ২০ বছর মেয়াদী স্ট্র্যাটেজিক প্ল্যান রিভিউ ও আপডেট করার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয় গঠিত ছয়টি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ওপর এক কর্মশালায় বক্তব্য রাখেন অধ্যাপক মান্নান।  
 
ইউজিসি চেয়ারম্যান বলেন, ২০ বছর মেয়াদি স্ট্র্যাটেজিক প্ল্যানের ওপর বিশেষজ্ঞ কমিটি প্রণীত রিপোর্ট উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশে উচ্চশিক্ষার ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। এখন আমাদের উচ্চ শিক্ষাস্তরে গুণগত মান নিশ্চিত করতে হবে।  
 
এ কর্মশালার আয়োজন করে অনুষ্ঠিত উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এর স্ট্র্যাটেজিক পলিসি ইউনিট (এসপিইউ)।
 
এতে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ফরাশ উদ্দিন (ভিশন, সাইজ অ্যান্ড শেপ গ্রুপ), ড. দিল আফরোজা বেগম (ইউজিসি সদস্য, কোয়ালিটি গ্রুপ), অধ্যাপক নজরুল ইসলাম (সাবেক চেয়ারম্যান, ইউজিসি, গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপ), অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি (সদস্য, ইউজিসি, ফিউচার ফান্ডিং গ্রুপ), অধ্যাপক ড. সৈয়দ সাদ আন্দালীব (উপাচার্য, ব্র্যাক বিশ^বিদ্যালয়, ইউনিভার্সিটি রিসার্চ গ্রুপ) এবং অধ্যাপক ড. মো. আখতার হোসেন (সদস্য, ইউজিসি, আইসিটি গ্রুপ)।
 
ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার সঞ্চালনায় তারা নিজ নিজ বিষয়ের ওপর রিপোর্ট পেশ ও আলোচনা করেন।  
 
অনুষ্ঠানে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, বিশ^ব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার ড. মো. মোখলেছুর রহমান ইউজিসি ও উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এমআইএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।