বগুড়া: সাতটি সৃজনশীল লেখার নতুন পদ্ধতি অবিলম্বে বাতিলের দাবিতে বগুড়ায় সচেতন ছাত্র সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
অতি দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। অথচ এ পদ্ধতি চালু করে বাড়তি চাপ তৈরি করা হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়।
এতে শিক্ষা জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। তাই অবিলম্বে এ পদ্ধতি বাতিলের দাবি জানান তারা।
কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এমবিএইচ/ওএইচ/আইএ