ঢাকা: রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পানি সরবারহের মূল পাম্পের সংস্কার কাজের জন্য আগামী তিন দিন পাম্প থেকে পানি উত্তোলন করা হবে না।
মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় মসজিদের মাইক দিয়ে এ কথা জানায়।
বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, কেন্দ্রীয় পানির পাম্পের গভীর কূপটি ৭ বছর ধরে পরিষ্কার করা হয় না। এতে পানি সরবরাহ কমে গেছে। তাই এটি পরিষ্কার করা হবে।
তবে পানি উত্তোলন না হলেও বিকল্প ব্যবস্থা হিসেবে পাশের পুলিশ ফাঁড়ির পানির ট্যাংক থেকে আবাসিক হলগুলোর রির্জাভ ট্যাংকে পানি দেওয়া হবে। ফলে পানির সংকট হবে না বলে তিনি জানান।
তবে আবাসিক শিক্ষার্থীরা জানান, আবাসিক হলগুলোতে পানি সংকট দীর্ঘদিনের। কিছুদিন পরপরই হলে পানি থাকে না। এমনকি পানিতে ময়লা ও দুর্গন্ধ নিত্য ঘটনা বলে অভিযোগ তাদের।
আবাসিক শিক্ষার্থী মুরাদুল ইসলাম বলেন, তিন দিন কষ্ট করে যদি দীর্ঘদিনের পানি সংকটের সমাধান হয়, তবে তা মেনে নিতে রাজি আছি।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আরআইএস/এসআর