দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।
রোববার (১৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন ফুলবাড়ী শাখার উদ্যোগে পৌর শহরের নিমতলা মোড়ে এ মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন ফুলবাড়ী শাখার সভাপতি ও শালগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক লালপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুর ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফুলবাড়ী উপজেলার দু’টি নিম্ন মাধ্যমিক, একটি দাখিল মাদ্রাসা, দু’টি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণি, একটি স্কুল এ্যান্ড কলেজের কলেজ শাখা ও একটি আলীম মাদ্রাসার আলীম শাখা এমপিও ভুক্ত না হওয়ায়, মানবেতর জীবন যাপন করছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক কর্মচারীরা। এজন্য তারা অনতিবিলম্বে এ প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
আরএ