(শাবিপ্রবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় বেধে দেওয়া সময়ের মধ্যে বিচার না হওয়ায় অবরোধ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রেসক্লাব।
সোমবার (১৭ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে শাবিপ্রবি প্রেসক্লাব সভাপতি জাবেদ ইকবাল ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী এ সংহতি প্রকাশ করেন।
তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সংবাদকর্মীদের ওপর ছাত্রলীগ কর্মীদের ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাসের সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। তাদের ওপর সন্ত্রাসী হামলা প্রশাসনের উদাসিনতা প্রকাশ পায়।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
টিআই