ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে প্রতি ‍আসনে লড়বে ৩১ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বশেমুরবিপ্রবিতে প্রতি ‍আসনে লড়বে ৩১ জন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ৬৭ হাজার ৭৬০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবারে আটটি ইউনিটের অধীনে ২৩ বিভাগে সর্বমোট দুই হাজার ২০৭ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

ফলে এবার আসন প্রতি ভর্তি পরীক্ষায় প্রায় ৩১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবার এ ইউনিটে ২৫১ আসনের জন্য ১৪ হাজার ২১২ জন, বি ইউনিটে ৫৭৮ আসনের জন্য ৮ হাজার ৮৬২ জন, সি ইউনিটে ২২৯ আসনের জন্য ১৪ হাজার ৩৩৬ জন, ডি ইউনিটে ১৭৪ আসনের জন্য ৪ হাজার ৭৩৪ জন, ই ইউনিটে ৩৯২ আসনের জন্য ৯ হাজার ৩৫২ জন, এফ ইউনিটে ২৬২ আসনের জন্য ৫ হাজার ৯৭১ জন, জি ইউনিটে ১০৯ আসনের জন্য ৪ হাজার ৮২৪ জন এবং এইচ ইউনিটে ২১২ আসনের জন্য ৫ হাজার ৪৬৮ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।

এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর;  সি, ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর; ডি ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ নভেম্বর এবং এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.bsmrstu.edu.bd থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।