ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ভর্তি জালিয়াতি: ৭ ভর্তিচ্ছুকে থানায় সোপর্দ

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ঢাবিতে ভর্তি জালিয়াতি: ৭ ভর্তিচ্ছুকে থানায় সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাতজনকে আটকের পর থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে প্রথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

আটক শিক্ষার্থীরা হলেন- আজিমুল আবিদ খান রিফাত, আব্দুল্লাহ আল কাজিম মুহসী, তারিকুল ইসলাম তুহিন, তাওহীদুল ইসলাম, এনামুল হক, মিলন হোসেন ও আবু সাঈদ।

এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে রিফাত ও মুহসীকে, নীলক্ষেত হাই স্কুল থেকে তুহিনলে,  মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে তাওহীদুল ও এনামুলকে, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে মিলনকে এবং শেখ বাওয়ানি কলেজ কেন্দ্র থেকে আবু সাঈদকে আটক করা হয়

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, আটকরা ডিভাইস ও ফোন নিয়ে পরীক্ষায় অংশ নেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসকেবি/ওএইচ/আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।