ঢাকা, মঙ্গলবার, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ জুন ২০২৪, ২৬ জিলকদ ১৪৪৫

শিক্ষা

ইউজিসি কর্তৃক প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ইউজিসি কর্তৃক প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত ‘ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত সোমবার ( ২৮ নভেম্বর) নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত ‘ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত সোমবার ( ২৮ নভেম্বর) নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এমপি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি, মালদ্বীপের শিক্ষা প্রতিমন্ত্রী ড. আবদুল্লা নাজির, আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার প্রফেসর ড. বারাই সিদ্দিকী, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কবিতা এ শর্মা, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন এবং নেপালের ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. প্রসার প্রসাদ কৈরালা, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন প্রফেসর ইমেরিটাস ড. রফিকুল ইসলাম, ড. মোহাম্মদ ফরাশউদ্দিন, প্রফেসর ড. এটিএম জহুরুল হক, সাবেক চেয়ারম্যান, ইউজিসি, প্রফেসর নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ইউজিসি, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. সাইফুল ইসলাম, উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মীজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ইউজিসির জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ( ২৯ নভেম্বর) এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।