শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের বিরুদ্ধে প্রশাসনের অস্বচ্ছতা এবং শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ক্যাম্পাসে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে শাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা পরীক্ষায় জালিয়াত চক্রের মূল হোতাদের আড়ালে প্রশাসনের অসৌজন্যমূলক আচরণের সমালোচনা করেন। বিক্ষোভ কর্মসূচিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এরপর বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে জালিয়াতির সঙ্গে জড়িত হোতাদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এসএস/জেডএস