ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির সহায়ক সমিতি নির্বাচন ১২ জানুয়ারি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
শাবিপ্রবির সহায়ক সমিতি নির্বাচন ১২ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সহায়ক সমিতি নির্বাচন আগামী ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সহায়ক সমিতি নির্বাচন আগামী ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম ফেরদৌস বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন।

তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

আগামী ১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র সংগ্রহ এবং ৩ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া ৫ জানুয়ারি প্রার্থী তালিকা প্রকাশ, ৮ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং ৯ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে সহ-সভাপতি প্রার্থী রাজিউল ইসলাম বাংলানিউজকে জানান, তিনি নির্বাচনে হুমায়ুন কবির-তোফায়েল আহমদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।