ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শোকের মাসে বেরোবি ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
শোকের মাসে বেরোবি ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান

বেরোবি: শোকের মাস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শাখা ছাত্রলীগ। 

শুক্রবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানা ৩১ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম চালায় ছাত্রলীগ।
 
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখের নেতৃত্বে ছাত্রলীগের প্রায় ৪০/৫০ জন কর্মী ঘণ্টাব্যাপী এ অভিযানে অংশ নেয়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ বাংলানিউজকে বলেন, শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। তারই অংশ হিসেবে আমরা আমাদের ক্যাম্পাসকে ময়লা আবর্জনাসহ সব অপকার্যকলাপমুক্ত রাখার নিমিত্তে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে নির্মূল করতে বেরোবি ছাত্রলীগ বদ্ধপরিকর।  

পরিচ্ছন্নতা অভিযানে বঙ্গবন্ধু হল শাখা সহ-সভাপতি জুয়েল আহমেদ, মাইনুল ইসলাম, শিশির দত্ত, জাকারিয়া জাকির, বাধনসহ বিভিন্ন বিভাগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ২৫,২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।