ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে সাংবাদিকতার ভাষাশৈলী বিষয়ক কর্মশালা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
বেরোবিতে সাংবাদিকতার ভাষাশৈলী বিষয়ক কর্মশালা শুরু বেরোবিতে সাংবাদিকতার ভাষা শৈলী বিষয়ক কর্মশালা-ছবি-বাংলানিউজ

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দুই দিনব্যাপী সাংবাদিকতার ভাষাশৈলী বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে হেয়াত মাহমুদ ভবনে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।   

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা ও সঞ্চালক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-প্রধান বার্তা সম্পাদক রুহুল গনি সরকার জ্যোতি।

প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য বলেন, এই কর্মশালা থেকে অর্জিত অভিজ্ঞতা জনসংযোগ ও সাংবাদিকতা উভয় ক্ষেত্রে ভাষার প্রকৃত ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করবে। যা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা-কর্মচারী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং সাংবাদিক সবার জন্যই আবশ্যক।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক জনাব তাবিউর রহমান প্রধান এবং জনাব আসিফ আল মতিন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিফাত রুমানা, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।